ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে কাঁচামরিচের দাম কমলো কেজিতে ২০ টাকা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ১০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা করে। দুদিন আগে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্রেতা রফিকুল ইসলাম বলেন, বাজারে তেল, চালসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী হলেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচামরিচের দামে। দুদিন আগে যে কাঁচামরিচ ৮০ টাকায় উঠেছিল আজ তা কমে ৬০ টাকায় নেমেছে। এতে করে মানুষদের সুবিধা হয়েছে। তবে দাম পূর্বের অবস্থায় ফেরানোর দাবি তার।

বিক্রেতা বিপ্লব শেখ বলেন, আবহাওয়ার বিরূপ প্রভাবে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় মরিচের ফুল ঝড়ে যায়। এতে উৎপাদন ব্যাহত হয়েছে। সেই সাথে মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে সরবরাহ কমায় দাম বাড়তির দিকে ছিল। তবে মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সররবাহ বাড়তে শুরু করেছে। যার কারণে দাম কমতে শুরু করেছে।

এছাড়া, দাম বাড়তির কারণে আমদানিকারকরা ভারত থেকে কাঁচামরিচ আমদানির তৎপরতা শুরু করার এর প্রভাব পড়েছে বাজারে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি