ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের তিন সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ১১ মার্চ ২০২২

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটককৃতরা সবাই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি লোহার তৈরি ছুরি ও একটি লোহার কাটার।

শুক্রবার সকালে তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের জহুরুল হক মিয়ার গেরেজে সিরাজপুর সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) এবং দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন (১৪)।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। রাতে ওই স্থানে কিশোর গ্যাং পরিচালনা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে সমাবেত হয়। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি