ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ায় ৭ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ১১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুক্রবার ভোরে খাসেরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজ আদায় করতে এলে মুসল্লিরা বাজারে আগুন দেখতে পান। তাদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছ বলে ধারণা স্থানীয়দের।

খাসের হাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক জানান, অগ্নিকাণ্ডে মুদিদোকান, কসমেটিক্স দোকান, চা দোকান, হার্ডওয়ার দোকান দুইটি, টিনের দোকান ও একটি পান দোকান পুড়ে গেছে। সব মিলে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। 

হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি