ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ১১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাহফুজ (৫০) গত ১৬ বছর ও বাহার উদ্দিন বাহার (৩৫) গত ৯ বছর ধরে পলাতক ছিল।

শুক্রবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং এনায়েত নগর এলাকার নুরুল আমিন মাস্টারের ছেলে বাহার উদ্দিন বাহার। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দুরা এলাকার একটি চা দোকানে অভিযান চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় ওই দোকান থেকে এসআই রোবেল মিয়ার নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাহফুজ এবং হত্যা ও অস্ত্র মামলায় পলাতক আসামি বাহারকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি