ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫১, ১১ মার্চ ২০২২

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ভুট্টাক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রহিমা খাতুন (৪৮)। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত আকাল আলীর মেয়ে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশি এক নারীর সঙ্গে মাঠে ঘাস কাটতে যান রহিমা খাতুন। প্রতিবেশি ওই নারী ফিরে আসলেও রহিমা খাতুন আর বাড়িতে ফিরেনি। রাতেও তিনি বাড়িতে না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। পরে ওই মাঠে কাঁচি হাতে বসা অবস্থায় তার মরদেহ দেখতে পায় গ্রামবাসী। রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, ঘাস কাটা অবস্থায় মৃত্যু হয়েছে রহিমা খাতুনের। তার হাতে ঘাস ও কাঁচি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি