ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩২, ১১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম রাফিউল ইসলাম সবুজ (৪৩)। 

শুক্রবার বিকেলে রাফিউল ইসলাম সবুজ গাইবান্ধা থেকে ঢাকায় যাবার পথে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত হন। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা ইউনিয়নের জুয়ারবাড়ি এলাকার মৃত মোংলা হোসেনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সবুজ তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মুলিবাড়িতে পৌছে পাশ কাটিয়ে যাবার সময় রাস্তায় পড়ে যায়। তখন পেছন থেকে আসা কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান। 

পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করা হলে পরিচয় নিশ্চিত হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি