ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ১২ মার্চ ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উলুকান্দি নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুইজন ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আরেকটি বাস এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুই ব্যক্তি মারা যান। হাসপাতাল গিয়ে মারা যান আরও দুইজন।

সরেজমিন গিয়ে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি