ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বিকল ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, ২ আরোহী নিহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ১২ মার্চ ২০২২ | আপডেট: ১২:০৫, ১২ মার্চ ২০২২

নেত্রকোনায় ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুজন নিহত ও একজন আহত হয়েছেন। 

শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে তরিকুল (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ঘটনাস্থলে সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের পাশে বিকল হওয়া চাকা মেরামত করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুজন নিহত ও একজন আহত হয়েছেন। 

ট্রাক ও পিকআপটি আটক করেছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি