ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ১২ মার্চ ২০২২ | আপডেট: ১৩:৫৬, ১২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ মার্চ) সকালে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের কামারখন্দ উপজেলার চক শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম হোসেন (২৫) উপজেলার হায়দারপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা জানান, সকালে চক শাহবাজপুর এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন মানসিক ভারসাম্যহীন আলম হোসেন। তখন তিনি ঈশ্বরদী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি