ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সুন্দরবনে অবৈধ প্রবেশের দায়ে ১১ জেলে আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৪, ১২ মার্চ ২০২২

নিয়মনীতির তোয়াক্কা না করে মাছ শিকার করতে অবৈধভাবে সুন্দরবনে ঢোকার অপরাধে ১১ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলার ও কয়েকটি জাল জব্দ করা হয়।

শনিবার (১২ মার্চ) ভোরে পূর্ব সুন্দরবনের দুবলার ভাঙ্গাখাল এলাকা থেকে বনরক্ষীরা তাদের আটক করে। 

আটককৃত জেলেরা হলেন- সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), আবু সাইদ (৩৮), মোঃ জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মোঃ ইয়ারুল (৩২), মোঃ হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লা (৩২)। 

এদের সবার বাড়ি খুলানার কয়রা উপজেলায়। 

তাদের বিরুদ্ধে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা দায়ের শেষে সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়ছে। 

খুলনা জেলার কয়রা উপজেলার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি মাছ শিকার করতে পাঠিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বনরক্ষীদের কাছে তারা স্বীকার করেছেন।

সুন্দরবনের দুবলা ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায়ের বরাত দিয়ে বন মামলার পরিচালক (এফসিসিও) ও বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মোঃনুরুজ্জামান বলেন, এসব জেলেরা বনবিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ শিকারে ঢুকে। বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় তাদের আটক করে। 

আটক জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে ঢোকার কোন অনুমতি পত্র দেখাতে পারেননি বলেও জানান বনকর্মকর্তা নুরুজ্জামান।

পরে দুবলা ক্যাম্পের সহকারি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে তাদের নামে বন আইনে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি