ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে ২ ব্যাপী ঈদ উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৭:৫৮, ৩০ জুন ২০১৭

ঈদের আনন্দ নগরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ঈদ উৎসব।
বিকেলে নগরীর ডিসি হিল চত্বরে উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৈরী পোষাক রফতানী কারকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি মাঈনুদ্দিন আহমেদ মিন্টু। অনুষ্ঠানে বক্তরা বাঙ্গালীর চিরায়ত এই সংস্কৃতিকে ধারণ করে  সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দেয়ার পাশাপাশি অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার আহবান জানান । পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি