ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১২ মার্চ ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক মুনজুরুল ইসলাম রাজিব নিজ বাড়িতে সাত বছরের মেয়ে রাকা খাতুনকে গলাটিপে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

দীর্ঘদিন ধরে রাজিব হোসেন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে এ ঘটনার পর এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি