ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৪, ১২ মার্চ ২০২২

নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম মাহফুজ আহমেদ।  শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি প্রাইভেট ক্লিনিকে তার মৃত্যু হয়। সে খানপুর বৌ বাজার এলাকার মাকসুদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় হারুনুর রশীদের ছেলে।

পরিবার ও আটকদের দেয়া তথ্যের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, শুক্রবার রাতে পূর্বশত্রুতার জেরে মাহফুজের বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিতে ঘটনাস্থলে যান। পরে তাদের উপর চড়াও হলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে, পরে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি