ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বরিশাল বিভাগের তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে আ.লীগের মতবিনিময়

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪১, ১২ মার্চ ২০২২ | আপডেট: ১৯:৫০, ১২ মার্চ ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল বিভাগের সাংগঠনিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রিয় নেতৃবৃন্দের সঙ্গে বিভাগীয় ৬ জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই মতবিনিময় সভায় ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ঝালকাঠি ও বরগুনার জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দরা অংশ নেন। 

আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আমির হোসেন আমু, আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ অন্যান্যরা। 

এসময় বক্তারা বলেন, আজকের সভার মধ্য দিয়ে তৃণমূল আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে করে আগামী সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়যুক্ত করে। 

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন তা জনগণের কাছে তুলে ধরতে হবে। যাতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা অবিচল থেকে। 

ভোলা জেলা পরিষদ মিলনায়ত থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
 
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি ও ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান হিরন, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি