ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৩, ১২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইচ মিলের দেয়াল চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনিরুল ইসলাম (৫১)। শনিবার সকাল ১০টায় দিকে কালিদাসপুর গ্রামের সাদা ব্রীজের কাছে জয়নালের রাইচ মিলে এ ঘটনা ঘটে।

স্বজনেরা মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়। নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মন্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে কালিদাসপুর গ্রামের জয়নাল মিয়ার পুরাতন রাইচ মিলের ঘর ভাঙার কাজ করছিলেন ১০ জন শ্রমিক। ঘর ভাঙার এক পর্যায়ে অসাবধানতাবশত দেওয়াল চাপা পড়লে মনিরুল ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও জানান, এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি