ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ৬০ ড্রাম ভোজ্যতেলের মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ১৩ মার্চ ২০২২

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে নিউ আল-আমিন স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যার পর শহরের গেঞ্জি হাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)র সংবাদের ভিত্তিতে শহরের গেঞ্জিহাটা রোডস্থ নিউ আল-আমিন স্টোরে ৬০টি ড্রামে সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। এসময়ে অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে দোকান মালিক আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। যার ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করি। অভিযানে নিউ আল-আমিন স্টোরের অভিযোগের সত্যতা পাই। 

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি