ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

লিটার প্রতি ৩০ টাকা ভর্তুকিতে তেল বিক্রি করে অভিনব প্রতিবাদ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৫, ১৩ মার্চ ২০২২

ভর্তুকি দিয়ে তেল বিক্রি করছেন উদ্ভাবক মিজানুর রহমান

ভর্তুকি দিয়ে তেল বিক্রি করছেন উদ্ভাবক মিজানুর রহমান

বাজার মূল্যের চেয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ৩০ টাকা ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের কাছে বিক্রি শুরু করেছেন উদ্ভাবক মিজানুর রহমান। বাজার থেকে প্রতি লিটার ১শ’ ৮০ টাকা দরে তেল কিনে গরীব ও অসহায় মানুষের মাঝে ১শ’ ৫০ টাকায় বিক্রি করে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানান তিনি।

শনিবার দুপুরে নাভারণ-সাতক্ষীরা মোড়ে ১শ’ লিটার তেল সাধারণ গরীব মানুষের মাঝে বিক্রি করে এ কার্যক্রম শুরু করেন।

এসময় ৩০ টাকা কম পেয়ে তেল কিনতে আসা মানুষেরা উদ্ভাবক মিজানের এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপা প্রতিবাদ জানান।

উদ্ভাবক মিজানুর রহমান বলেন, এই কার্যক্রমের মাধ্যমে যারা অবৈধভাবে তেল মজুদ করে নিত্যপণ্যের বাজারে কৃত্রিমতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

বাজারে তেলের চাহিদা মেটাতে ডিলার বা হোলসেলারদের এখনই মানবিকতার পরিচয় দেওয়ার সময় এসেছে। গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারের বর্তমান নির্ধারিত দামে বিক্রি করার জন্য অনুরোধ তার। 

যতদিন তেলের বাজার মূল্য গরীবের নাভিশ্বাস থাকবে ততদিন পর্যন্ত এভাবে বাজার মূল্য ছাড়া কমদামে তেল বিক্রি করা হবে বলে জানান উদ্ভাবক মিজানুর রহমান।

এই কার্যক্রমে অংশ গ্রহণের জন্য দেশের সকল দানশীল ও সাদামনের মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি