ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ১৩ মার্চ ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

রোববার সকালে জেলা সদরের সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রীসহ ৩ শ্রমিক কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে স্বপন রায় ও তাঁর স্ত্রী সুমি রায় ঘটনাস্থলেই নিহত হন। 

আহত হন মোটরসাইকেল চালক রতন রায়। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি