ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাকার জন্য মাছ ব্যবসায়ীকে হত্যা করল ঘেরের শ্রমিক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের চিতলমারীতে এক ঘের ব্যাবসায়ীকে গলাকেটে হত্যা করেছে ঘেরেরই দুই শ্রমিক। টাকা লুটের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। 

পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার খিলগাতি এলাকায় নিজ ঘেরের পাড় থেকে উদ্ধার করা হয় শৈলেন্দ্রনাথ মন্ডল (৭২) নামের ওই ঘের ব্যবসায়ীর মরদেহ।

নিহতের স্ত্রী রমা মন্ডল জানান, শনিবার রাতে তার স্বামীকে হত্যার পর ওই দুই শ্রমিক বাড়িতে এসে তাকেও বিদ্যুতের শক দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় ঘরে থাকা ৫০ হাজার টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে পারিয়ে যায় তারা। 

তিনি আরও জানান, গত বুধবার ফকিরহাট উপজেলার শ্রমিকের হাট থেকে ঘেরের কাজ করানোর জন্য ওই দুই শ্রমিককে বাড়িতে এনেছিলেন শৈলেন্দ্রনাথ মন্ডল। 

শৈলেন্দ্রনাথ মন্ডলের বড় জামাতা মিলন কুমার বাড়ই বলেন, ঘেরে কতটুকু পানি রাখবে এটা দেখানোর জন্য রাতে তার শ্বশুরকে ঘেরের পারে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই শ্রমিক। 

এ সময় চিৎকার চেচামেচিতে ছুটে আসেন এলাকার লোকজন। তবে তার আগেই পালিয়ে যায় হত্যাকারীরা।

হত্যার দায়ে অভিযুক্ত অপূর্ব মন্ডল ও সুব্রত হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি