ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১৫:৫৪, ১৩ মার্চ ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের দিনশেগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ছিদ্দিক উল্যাহ সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে  ৯০পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছিদ্দিক উল্যাহ সেলিম রসুলপুর ইউনিয়নের পন্ডিত বাড়ির আবদুল মালেকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে বেগমগঞ্জে অভিযান চালানো হয়। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের দিনেশগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিদ্দিক উল্যাহ সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৯০পিস ইয়াবা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি