ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১৮:৫৮, ১৩ মার্চ ২০২২

নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলি এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুই মাদক কারবারি পলাতক আছে।

এদের মধ্যে মীর মোহাম্মদ সোহেল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার তোলবাসিন গ্রামের মীর ইদ্রিস আলির ছেলে এবং মোহাম্মদ রাসেল জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুড়ি গ্রামের মোরশেদ আলমের ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ মে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে সোহেল ও রাসেলের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রীবাহীটি যশোর থেকে নড়াইলে আসছিল। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এএসআই ওয়ালিউর রহমান।

১০ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক কারবারি মীর মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও জরিমানা করেন। গ্রেফতারের পর তাদের এই সাজা কার্যকর হবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি