ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক দোকানেই ৪ হাজার লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৪, ১৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাট শহরে এক ব্যবসায়ীর কাছে সাড়ে ৪ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (১৩ মার্চ) দুপুরে শহরের নাগের বাজার তেলপট্টি এলাকার নরেন্দ্র পাল স্টোরকে এই জরিমানা করা হয়। 

এ ছাড়া পলিথিন মজুদের অপরাধে একই উপজেলার দেপাড়া বাজারের মেসার্স ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই অর্থদণ্ডাদেশ প্রদান করেন। 

সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, নাগের বাজার তেলপট্টি এলাকার নরেন্দ্র পাল স্টোর নামের ওই দোকানে ২৩টি ড্রামে ৪ হাজার ২৫৫ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোন রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে সাতদিনের মধ্যে এসব তেল বিক্রি করা এবং প্রয়োজনীয় রশিদ সংগ্রহের আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া বিক্রয় নিষিদ্ধ ৩৫ কেজি পলিথিন সংরক্ষণের অপরাধে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলিথিনগুলো জব্দ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি