ঠাকুরগাঁওয়ে একশ হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত : ২০:৪৫, ১৩ মার্চ ২০২২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর উদ্যোগে রোববার হতদরিদ্র, প্রতিবন্ধী ও চলাফেরায় অক্ষম নারী-পুরুষদের বিভিন্ন সময়ে একশ' হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার চলাফেরায় অক্ষম উপজেলার ননতোর গ্রামের লালবানু (৮০), হুসেনগাঁওয়ের খবির উদ্দীন (৭৫) ও ভুকুরগাঁওয়ের রাব্বী (১২)কে হুইল চেয়ার প্রদানের মাধ্যমে একশ' হুইল চেয়ার বিতরণ করা সম্পন্ন হয়েছে।
হুইল চেয়ার প্রদানকালে ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বরেন্দ্র সহকারি প্রকৌশলী তিতুমীর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, এস.এম জসিমসহ জেলা ও উপজেলার বেশ কয়েকজন সাংবাদিক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে সুবিধাভোগীরা ইউএনও এবং প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে ইউএনও বলেন, অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী ও চলাফেরায় অক্ষম ব্যক্তিদের মাঝে যাচাই-বাছাই পূর্বক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একশটি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
কেআই//
আরও পড়ুন