ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুকে মন্তব্য নিয়ে তিন যুবকের খুনের ঘটনায় আটক ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ১৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়ায় টিকটকে হাহা রিঅ্যাক্ট দেওয়ার দ্বন্দ্বে ছুরিকাঘাতে একই পরিবারের দু’জনসহ তিন তরুণ হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নিহতদের ময়নাতদন্ত শেষে রাতেই দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকার কাপড়ের দোকান কর্মচারী নাইম, তার চাচাতো ভাই রবীন ও মামাতো বোনের স্বামী ফারুককে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী গ্রামের এক নারীর স্বামী ও তার লোকজন। 

সম্প্রতি নাইমের বানানো টিকটকে হাহা রিঅ্যাক্ট দেয় পার্শ্ববর্তী গ্রামের এক নারী। উল্টোভাবে নাইমও তাদের ছবিতে ইমোজি দেন। এ ঘটনার জেরে নাইমের সঙ্গে কথা কাটাকাটি, হুমকির পরই শনিবার মধ্যরাতে দলবল নিয়ে নাইমের ওপর হামলা চালায় অভিযুক্তরা। 

এখন ঘটনায় নিহত ফারুকের বাবা আলম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে গতকাল কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। 

এ মামলায় এখন পর্যন্ত বেলায়েত ও ফয়সালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি