পুলিশি বাধা উপেক্ষা করে নোয়াখালীতে মহিলা দলের মিছিল
প্রকাশিত : ১৫:১৩, ১৪ মার্চ ২০২২
পুলিশি বাধা উপেক্ষা করে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা দল।
সোমবার দুপুর ১২টার দিকে জেলা মহিলা দলের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহীদ মিনারের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়।
পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি কিছুদূর সামনে গিয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী সমাবেশ করেন তারা।
জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা দলের জেলা সাধারণ সম্পাদিকা পারভীন আক্তার, সিনিয়র সহ-সভানেত্রী মনি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ বিভিন্ন উপজেলা এবং পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি রবিউল হাসান পলাশ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমানিত হয়েছে। দাম কমাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিক, নয়তো আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
এএইচ/
আরও পড়ুন