ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় শিক্ষার্থীদের মান উন্নয়নে সাউন্ড সিস্টেম বিতরণ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ১৪ মার্চ ২০২২

সাউন্ড সিন্টেম তুলে দিচ্ছেন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন

সাউন্ড সিন্টেম তুলে দিচ্ছেন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন

Ekushey Television Ltd.

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। 

সোমবার বামনা উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এই সাউন্ড সিন্টেম বিতরণ করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, বরগুনা জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ শিকদার শিবু, বামনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অঞ্জন চ্যাটার্জি।

এছাড়া পাথরঘাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কর্মকার, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পরিমল কর্মকার, বামনা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক কুমার পংকজ। 

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দও। 

বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলার ২৪টি মন্দিরে শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে জেলা পরিষদের অর্থায়নে এই সাউন্ড সিস্টেম বিতরণ হয়েছে। 

২০২০-২০২১ অর্থ বছরে বরগুনা জেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয় এই সাউন্ড সিস্টেম ক্রয়ের জন্য। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি