ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থী সাদীয়া হত‌্যার বিচারের দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাদীয়া আক্তার সাথীকে পরিকল্পিতভাবে হত‌্যার বিচারের দাবিতে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশালের সচেতন নাগরিকবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাসদ সভানেত্রী মনীষা চক্রবর্তী সাদিয়া আক্তার সাথীর মৃত্যুর সঠিক তদন্ত, আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, প্রশাসনকে সাদিয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে।’

এ সময় সচেতন নাগরিকবৃন্দ অস্বাভাবিক এ মৃত্যুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

এর আগে রোববার রাতে সাদিয়ার মৃত্যুর ঘটনায় জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলামের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা সিরাজুল হক মৃধা।

উল্লেখ্য, গত সোমবার (৭ মার্চ) বরিশাল সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়ায় এক ভবনের ৫ তলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। 

সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এক বছর আগে প্রেম করে বিয়ে করে ওই বাসায় বসবাস করে আসছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি