ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

হিমাচল বাসের চাপায় পথচারী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ১৫ মার্চ ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় সাদিয়া খাতুন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পরপর দ্রুত পালিয়ে যায় বাসটি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌরাস্তার জয়নাল আবেদিন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া খাতুন উপজেলার কাদিরপুর ইউনিয়নের মৃত আবদুল ছাত্তারের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবেদিন একাডেমির সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলেন সাদিয়া খাতুন। এসময় ঢাকা থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা হিমাচল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সাদিয়া। পরে স্থানীয় লোকজন বাসটি ধাওয়া করলে দ্রুত পালিয়ে যাওয়ায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি