ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে গাঁজা-হেরোইনসহ ৬ মাদককারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ১৫ মার্চ ২০২২

উদ্ধারকৃত গাঁজা

উদ্ধারকৃত গাঁজা

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৩৫.৮ কেজি গাঁজা এবং ১৬১ গ্রাম হেরোইনসহ ৬ মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১২। মাদকদ্রব্য ব্যবহারে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার ভোর রাত ও সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটার মৃত আবুল কালাম আজারের ছেলে রাজ হোসেন (২৪), মাটিকাটার মৃত মমতাজ হোসেনের ছেলে বেলাল হোসেন (৪৮), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদাল কাঠি মধ্যচরের মৃত আব্দুল মান্নানের ছেলে খাইরুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মজিদ শেখ (৪৬), রায়গঞ্জের শিবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৮) ও বগুড়ার শেরপুর উপজেলার ঢেঁপুরা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মাবুবুর রহমান (২৫)।

র‌্যাব-১২র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাত ও সকালে সলঙ্গা থানাধীন দেওভোগ, রামারচর বাজার, আন্দ্রা বড়ইতলামোড় তাড়াশের খালকুলা বাজার এলাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। 

তখন উল্লেখিত মাদকসহ ওই ৬ মাদককারবারিকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। 

পরে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি