ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিপণ না পেয়ে শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৯, ১৬ মার্চ ২০২২

শিক্ষার্থী আরাফাত (বামে), আটক নাবিল মোল্যা, মিলন মোল্যা (ডানে)

শিক্ষার্থী আরাফাত (বামে), আটক নাবিল মোল্যা, মিলন মোল্যা (ডানে)

Ekushey Television Ltd.

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে মুক্তিপণের ১০ লাখ টাকা না দেয়ায় মাদরাসা ছাত্র আরাফাত শিকদারকে (১১) শ্বাসরোধে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় নাবিল মোল্যা (১৭) এবং মিলন মোল্যাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।  

অপহরণের তিনদিন পর মঙ্গলবার (১৫ মার্চ) বোড়ামারা গ্রামের জয়নাল মোল্যার বাঁশবাগানে শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়। 
নিহত আরাফাত ওই গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে এবং স্থানীয় পেড়লী দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। 

আটক নাবিল মোল্যা বোড়ামারা গ্রামের তহিদ মোল্যার ছেলে এবং ওই গ্রামের সাহিদুল মোল্যার ছেলে ভ্যানচালক মিলন মোল্যা।

নিহতের পরিবার জানায়, গত ১২ মার্চ সকালে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করে নিখোঁজ হয় শিশু আরাফাত। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পাওয়ায় ওইদিন সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর গত রোববার সকালে মোবাইলে আরাফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 

তবে চাঁদার টাকা দিতে ব্যর্থ হয় তার পরিবার। এর মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সেই মোবাইল ফোন নাম্বার ট্র্যাক করে সোমবার রাতে অপহারণকারীদের সন্ধান পায়। ফোন কলের সূত্র ধরে বোড়ামারা গ্রামের নাবিল ও মিলন মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। 

তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরাফাতের পিতা ওবাইদুর শিকদার বলেন, “অপহারণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। টাকা না দেয়ায় তারা আমার ছেলেকে হত্যা করেছে। আমি এ ঘটনার যথাযথ বিচার দাবি করছি।”

পিবিআই ইন্সপেক্টর মোহাম্মদ শামিম জানান, আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, এ ঘটনায় নাবিল ও মিলন মোল্যাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নাবিলের বাবা তহিদ মোল্যা ও মা ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি