ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পুকুর থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ১৬ মার্চ ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বড় বাড়িল্যা গ্রামের একটি পুকুর থেকে মান্নান ফকির (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই গ্রামের মিন্টু মেম্বারের বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে মঙ্গলবার লাশটি উদ্ধার করা হয়। মৃত মান্নান ফকির উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের মৃত নছুরুদ্দিন ফকিরের ছেলে।

পুকুরে লাশ ভাসতে দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মান্নান ফকির মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে মাঝে মাঝে বাড়ি থেকে চলে যেতেন। গত বুধবার বাড়ি থেকে বের হলে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করা হয়। 

মঙ্গলবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনরা গিয়ে তাকে শনাক্ত করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রর ইনচার্জ পরিদর্শক মো. আশফাক রাজীব হাসান জানান, মান্নান ফকির মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি