ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নববধূকে ধর্ষণের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ১৬ মার্চ ২০২২ | আপডেট: ১২:৩৮, ১৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুরে নববিবাহিত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর শাহিন খন্দকারকে (৪৫) সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।

র‌্যাব অধিনায়ক জানান, গ্রেফতারকৃত জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামের শাহিন খন্দকার তার ছেলে রিফাত খন্দকারসহ গুরুদাসপুরের শাহাপুরে ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করতেন। এই কাজ করার সুবাদে ওই এলাকায় আকলিমা বেগমের বাড়িতে ভাড়ায় থাকতেন। এরই এক পর্যায়ে আকলিমার মেয়ের সাথে রিফাত খন্দকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ১০ দিন আগে তাদের বিয়ে হয়। 

গত ১৩ মার্চ রাতে শাহিন খন্দকার তার নববিবাহিত পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার শুনে মেয়েটির মা ওই ঘরে ছুটে গেলে শাহিন খন্দকার পালিয়ে যায়। পরে আকলিমা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। 

ওই মামলায় শাহিন খন্দকারকে ধরতে অভিযান শুরু করে র‌্যাব-৫ সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে পলাতক শাহিন খন্দকারকে গ্রেফতার করে তারা।

বুধবার দুপুরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৫ অধিনায়ক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি