ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শহর ঝাড়ুু দিলেন মেয়র-ডিসি 

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৪, ১৬ মার্চ ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অফিস আঙ্গিনায় ঝাড়ু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ।

পরে মেয়রের উপস্থিতিতে জেলা প্রশাসনের আঙ্গিনা, আদালত পাড়া, ঝুমুর চত্বরসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্ন কর্মীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে পুরো মাস ধরে এ কার্যক্রম চলবে জানিয়েছেন মেয়র মোজাম্মেল হায়দার।

এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, জহিরুল ইসলাম, জসীমউদ্দীন, রিয়াজ পাটোয়ারীসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি