ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দৌলতদিয়া ঘাটে ৭ কিলোমিটার জুড়ে যানজট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৪, ১৬ মার্চ ২০২২

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় কারণে যানবাহনের তীব্র চাপ বেড়েছে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে। তাতে ফেরিঘাট থেকে হ্যাচারী পর্যন্ত গোয়ালন্দমোড় মহাসড়কের ৭ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে দেখা যায় কয়েকশ’ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান যানজটে আটকে আছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। 

তবে পচনশীল দ্রব্যের ট্রাক ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বেশি থাকলেও যানবাহনের জট লেগেই আছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও নাব্যতার কারণে ফেরি চলাচলে ধীরগতি এবং ফেরিতে উঠা-নামায় সময় বেশি লাগায় এই যানজটের সৃষ্টি। 

বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ভারী যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। এছাড়া নাব্যতা ও চড় পড়ার কারণে ফেরিগুলো ঘুরে আসতে সময় বেশি লাগার কারণে যানজট তৈরি হচ্ছে। 

আজ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি সচল রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি