ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নবজাতকের হাত ভাঙার ঘটনায় তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ১৬ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৪৬, ১৬ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

বুধবার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ভূক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে মঙ্গলবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আখতার হোসেনকে সভাপতি করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের রেডিওলোজী বিভাগের কনসাল্টেন্ট তোফায়েল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখাওয়াত হোসেন শামীম, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের কনসালটেন্ট জাকিয়া সুলতানা রুনা ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট শ্যামল রঞ্জন দেবনাথকে সদস্য করা হয়েছে। 

তিনি আরও জানান, কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এর আগে ৭ মার্চ বিকালে শহরের গ্রীন ভিউ হাসপাতালে সাবিনা ইয়াছমিন নামের এক প্রবাসীর স্ত্রীর সিজার অপারেশন হয়। রাত সাড়ে ৯টার দিকে একটি ছেলে সন্তান জন্ম দেন সাবিনা। পরে স্বজনরা ওই শিশুর হাত ফোলা দেখতে পেয়ে হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবুকে দেখান। 

এক্স-রে করে শিশুটির হাত ভাঙা বলে নিশ্চিত হন তিনি। 

পরে ১৩ মার্চ বিকালে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর স্বজনরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি