ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদকের বিরুদ্ধে নওগাঁয় মা সমাবেশ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ১৬ মার্চ ২০২২

নওগাঁয় ‘মাদকাশক্তি রুখবোই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বোই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মায়েদের অংশগ্রহণে মাদক বিরোধী সচেনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের একডালা গ্রামে প্রশিকার বাস্তবায়নে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রশিকার এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, প্রশিকার কেন্দ্রীয় অফিসের মাদক বিষয়ক কর্মসূচির সহকারি পরিচালক আব্দুর রহিম মোল্লা, বিভাগীয় ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন, শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য রাজাসহ প্রশিকার অন্যান্য কর্মীবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, সন্তানকে মাদক থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অনন্য। তাই মাদকের কুফল ও ক্ষতি সম্পর্কে মায়েদেরই প্রথমে সচেতন হতে হবে। তবেই সন্তানদের মাদকের নীল ছোঁবল থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবো। 

সমাবেশে ওই গ্রামের শতাধিক মায়েরা অংশগ্রহণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি