ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গোলাম কিবরিয়া তারিক তালুকদার নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল (এসএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস তার বিরুদ্ধে মামলাটি করেন। 

বুধবার (১৬ মার্চ) দুপুরে গ্রেফতার গোলাম কিবরিয়া তারিককে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

মামলায় আইনজীবী তারিকের বিরুদ্ধে অধ্যক্ষ, অধ্যক্ষের পরিবার ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে মঙ্গলবার বিকালে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন অধ্যক্ষ নীতিশ বিশ্বাস।

গ্রেফতার তারিক তালুকদার ওই কলেজের প্রতিষ্ঠাতা মৃত ডা. আ. খালেক তালুকদারের ছেলে।

অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস বলেন, বেশ কিছুদিন ধরে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক আমি (অধ্যক্ষ), আমার, পরিবার ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ লাগাতার স্ট্যাটাস দিয়ে আসছিলেন। যার ফলে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছিলাম। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বাগেরহাটের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, এসএম কলেজের অধ্যক্ষের করা মামলায় একমাত্র আসামি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি