ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে অন্তঃসত্তা গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৩০ জুন ২০১৭

ময়মনসিংহের নান্দাইলের দক্ষিণ কয়রাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৫ মাসের এক অন্তঃসত্তা গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। ২ জনকে আটক করেছে পুলিশ। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার ভোরে দক্ষিণ কয়রাটি গ্রামে বাড়িভিটার ৫ শতাংশ জমি দখল নিতে যায় প্রতিবেশী আওয়ালের পরিবারের লোকজন। এক পর্যায়ে ৫ মাসের অন্তঃসত্তা গৃহবধূ কল্পনা বেগমকে ধরে এনে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায় তারা। সেসময় কল্পনার স্বামী অটোরিকশা চালক সিরাজুল ইসলাম বাড়িতে ছিলেন না।
পরে আশপাশের লোকজন এসে কল্পনাকে উদ্ধার করে। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা।
অভিযোগ অস্বীকার করে নির্যাতনকারীরা বলছে, সিরাজুলের পরিবার নির্যাতনের ঘটনা সাজিয়ে ভিডিও করেছে।
এ ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা দায়েরের পর ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি