ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে পিটিআই’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১৬ মার্চ ২০২২

সিরাজগঞ্জে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) এ পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল ও সিরাজগঞ্জ পিটিআই এর সুপরিনটেনডেন্ট উত্তম কুমার ধার।

আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রবৃন্দ, পিটিআই কর্মকর্তা-কর্মচারি এবং ডিপিএড শিক্ষক প্রশিক্ষণার্থীগণ।

এ সময় পৌর মেয়র শিশুদের এবং শিক্ষকদের বিভিন্ন ধরনের বই উপহার দেন। 

এছাড়া মেয়র পিটিআইতে সুপেয় পানির ব্যবস্থাসহ পিটিআই’র আবাসিক দুই হলের জন্য দুইটি স্মার্ট টেলিভিশন, পুরো ক্যাম্পাস জুড়ে ১০টি এলইডি লাইট প্রদান করেন। সমাজে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি উপহার হিসেবে কবি ইসমাইল হোসেন সিরাজীর লেখা সমগ্র বই পিটিআই লাইব্রেরির জন্য প্রদান করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি