ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাগর থেকে ১৮ বাংলাদেশিকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৭, ১৬ মার্চ ২০২২ | আপডেট: ২১:৪৯, ১৬ মার্চ ২০২২

বঙ্গোপসাগরের টেকনাফ জলসীমা থেকে ৪ নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার বিকেলে টেকনাফ-সেন্টমাটিন নৌপথে নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মোহাম্মদ জসিম (২৫) সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ (১৯), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ সাব্বির (২৫), মোহাম্মদ হেলাল (২৫), রেজাউল করিম (১৮), মোহাম্মদ রমজান (১৬) ও মো. জামাল (২১)। ধরে নেওয়া জেলেরা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানতে চাইলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার বিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সাড়া দেয়নি।

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার বিকেলের দিকে তাদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। ধরে নেওয়া জেলেরা সকলেই আমার এলাকার বাসিন্দা। আজ বুধবার রাত পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।

ইউপি সদস্য আবদুস ছালাম বলেন, মাছ শিকার শেষে ফেরারপথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলারে উদ্ধার কাজে অংশ নেয় এসব জেলেরা। এতে তারা কিছু কাঠ ও উদ্ধার করেন। পরে জেলেরা ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। এ ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিজিবি কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ জসিম, নুর কামাল, মো. ইসলাম ও নুর কালামের মালিকাধীন চারটি নৌকায় ১৮জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলের দিকে ফেরার পথে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর গামী একটি কাঠভতি ট্রলার নাইক্ষ্যংদিয়া নামক এলাকার ডুবে যেতে দেখতে পায়। এসময় জেলেরা ডুবে যাওয়া কাঠভতি ট্রলারটির উদ্ধার কাজে অংশ নেন। পরে তারা ফিরে আসার সময় মিয়ানমার বিজিপির সদস্যরা স্পিডবোট যোগে এসে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘চারটি নৌকাসহ ১৮জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শুনেছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ এ পর্যন্ত অবহিত করেনি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি