ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ফিশিং ট্রলার দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ১৭ মার্চ ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। 

বুধবার রাত ১০টার দিকে দুই জেলের মরদেহসহ উপকূলে ফিরে আসেন ১২ জেলে।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল জানান, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোট নিয়ে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যান ১৪ জেলে। দুই দিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুই জেলের মৃত্যু হয়।

মহেশখালী থানার ওসি মো: আবদুল হাই জানিয়েছেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি