ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাহেন্দ্র-ট্রাকে প্রাণ গেল সেনা সদস্যসহ ৩ জনের

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ১৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে দ্রুতগতির মাহেন্দ্রের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। সে সময় মাহেন্দ্রের চালক, সেনা সদস্যসহ ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলো, মাহেন্দ্রের চালক ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে সুজন (৩৫), যাত্রী এবং সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে ও সেনা সদস্য মমিন প্রামাণিক (২৪) এবং ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)।

রাজবাড়ী আহল্লাদীপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মাহেন্দ্রের চালকসহ অপর দুই জন যাত্রী গুরুত্বর আহত হন। আহতদের সে সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই হাসপাতালেই চিকিৎসাধিন অবস্থায় তারা মারা যায়। ঘাতক ট্রাক আটক করা সম্ভব হলেও চালক ও হেলপারকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি