ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দুই ঘণ্টার চেষ্টায় কার্টুন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১, ১৮ মার্চ ২০২২

গাজীপুরে সিমটেক্স নামে একটি কার্টুন ফ্যাক্টরির শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় দিকে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের শিরিরচালা এলাকায় হঠাৎই একতলা শেডে আগুন মুহূর্তেই পার্শ্ববর্তী আরেকটি শেডে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে দুইটার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে না জানাতে পারলেও ফায়ার সার্ভিস বলছে, ওই কারখানার ভেতরের মেশিন ও কার্টুন পুড়ে গেছে।  

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি