ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

যানজটে আটকা সিরাজগঞ্জ মহাসড়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১৮ মার্চ ২০২২ | আপডেট: ০৯:০৯, ১৮ মার্চ ২০২২

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট যেন কমছেইনা। 

শুক্রবার (১৮ মার্চ) ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত থেমে থেমে চলছে সব ধরনের যানবাহন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলায় ১৫ মার্চ (মঙ্গলবার) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এরপর থেকে সড়কে যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যা শুক্রবার পর্যন্তও স্বাভাবিক হয়নি। এতে করে যাত্রী-চালক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন।

অনেক যানবাহনের চালকারা সিরাজগঞ্জের কামারখন্দ আঞ্চলিক সড়ক দিয়ে কড্ডা মোড়ে পৌঁছায়। তবে সেখান থেকেও সয়দাবাদ পর্যন্ত যানজট।

সড়কেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। একদিকে ভোগান্তিতে যাত্রীরা। আর সময়মত যাত্রীবাহী বাস পৌঁছাতে না পারায় বাসের সিডিউল বিপর্যয়ও হচ্ছে। 

এদিকে সঠিক সময়ে পণ্যবাহী বাস পৌঁছাতে না পারায় ভোগান্তিতে ব্যবসায়ীরা। 

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একলেন দিয়েই ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উভয় লেনে যানজটের সৃষ্টি হচ্ছে।

আগামী দুই-তিন দিনের মধ্যে নলকা সেতুর কাজ কিছুটা সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি