ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

এবার নাটোর জেলে হত্যা মামলার আসামির মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ১৮ মার্চ ২০২২

নাটোর কারাগারে মাদক মামলার কয়েদি ওসমান শেখের মৃত্যুর কয়েক ঘন্টা পর আনছের আলী (৪৬) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনছের আলীর বুকে ব্যাথা অনুভব হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে মারা যান তিনি।

আনছের আলী পাবনা জেলার চক ভানুরা গ্রামের মৃত ভানুর ছেলে। 

নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আনা হয় আনছের আলীকে। তার বিরুদ্ধে লালপুর থানায় ধারা ৩০২/২০১/৩৪ প্যানেল কোট একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটের দিকে তার বুকে ব্যাথা শুরু হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।

উল্লেখ্য, একই রাত সোয়া আটটার দিকে ওসমান শেখ নামে মাদক মামলার এক কয়েদিও মারা যান। অসুস্থ ওসমান শেখকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি