ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সৈয়দপুর শেখ রাসেলের পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ১৮ মার্চ ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে সৈয়দপুর পৌর শাখার উদ্যোগে পথশিশুদের নিয়ে আনন্দ উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কোটি বাঙ্গালীর প্রাণের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এ ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে সারা দিন দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংগঠনের নিজ উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এরপর দ্বিতীয় প্রহরে বয়সভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা লিখন, উপস্থিত বক্তব্য ও মুক্তিযুদ্ধ নিয়ে ছিন্নমূল পথশিশু কিশোরদের সাথে কিছুটা স্মৃতিচারণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি রহমত আলী রুবেল বলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করছি। বঙ্গবন্ধু একজনই। তার আদর্শকে আমরা শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে চাই। বঙ্গবন্ধু আজিবন অসহায় মানুষের জন্য করেছেন। আমরা আজকে তার জন্মদিনে ছিন্নমূল ও পথশিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।  

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি