ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুচ্ছ ঘটনায় কৃষককে হাতুড়ি পেটা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬, ১৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। 

এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার (১৮ মার্চ) রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের কৃষক তফিলুদ্দিন মোড়লের ছেলে আব্দুল গফ্ফার (৪৫) শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে যুগিখালীর টাওয়ার মোড়ে আব্দুল মাজেদের জমিতে গাছ মারার কাজ শুরু করেন। এসময় কোন কারণ ছাড়াই একই এলাকার মিলন, আবুল কাশেম গাজী, মাসুম বিল্লা, রাসেল সন্ত্রাসী কায়দায় দলবব্ধ হয়ে লোহার রড, হাতুড়ি নিয়ে এলোপাতাড়ীভাবে আব্দুল গফ্ফার (৪৫)কে পিটিয়ে মারাত্মক জখম করেন। 

এসময় তার ডাক-চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। 

পরে আহত গফ্ফারকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

এঘটনায় আহত আব্দুল গফ্ফারের ছেলে দূর্জয় হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ৪ জনের নামে একটি অভিযোগ দিয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি