ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

খুলনায় নতুন জঙ্গি সংগঠনের ১১ জনকে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৯ মার্চ ২০২২

খুলনা খালিশপুর পদ্মা গেট এলাকা থেকে নতুন একটি জঙ্গি সংগঠনের ১১ জনকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ।

র‌্যাব জানায়, খালিশপুর বিআইডিসি রোডের পশ্চিম পাশের একটি বাড়িতে জঙ্গি সংগঠনের সদস্যরা বৈঠক করছিল। গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে বাড়িটিসহ আশপাশের এলাকা ঘেরাও করে র‌্যাব। পরে ওই বাড়ির ২য় ও ৩য় তলার একটি মাদ্রাসায় অভিযান চালানো হয়। 

প্রায় সাড়ে ৪ ঘন্টা অভিযান চালানোর পর, রাত ১২টার দিকে ১১ জনকে র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শনিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব-৬র কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি