ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩২, ১৯ মার্চ ২০২২

গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান। 

এসময় গাজীপুর জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে, গাজীপুর সার্কিট হাউসে নির্মিত অনুপ্রেরণা-১৯ এ শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এদিনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় জয়দেবপুরে। সেদিন সেনাবাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত ও মনু খলিফাসহ আরও অনেকে। আহত হন অনেক মানুষ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি