ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পতেঙ্গায় লাইটার জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৯ মার্চ ২০২২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গার পারকি বিচ এলাকায় বালু বোঝাই জাহাজের ধাক্কায় এমভি টিটু-১৪ নামের একটি সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের ৭ নাবিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড। 

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

কোস্ট গার্ড পতেঙ্গা অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৩ জন নাবিক নিয়ে এমভি-টিটু ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পাঁচজনকে উদ্ধার করেছেন। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। 

তিনি জানান, জাহাজটি আবুল খায়ের গ্রুপের। বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্ট ক্লিংকার লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। 
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি